গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটর, পানি সরবরাহ, পূজামণ্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিম গঠন এবং অগ্নিনির্বাপণ, নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার আলোচনায় বক্তারা পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মানবতার বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ জানান। এ বছর সরকারি অনুদান হিসেবে...