ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী একটি ত্রাণবহরকে সরাসরি হুমকি দিয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর থাকা তাদের নৌ অবরোধ ভাঙার কোনো চেষ্টা তারা সফল হতে দেবে না। খবর আলজাজিরার। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল কোনো জাহাজকে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে দেবে না। তারা অভিযোগ করেছে যে, এই ধরনের ত্রাণ পৌঁছানো হামাসের উদ্দেশ্য পূরণ করবে। মন্ত্রণালয় ‘স্টেডফাস্টনেস ফ্লোটিলা’ নামের ওই জাহাজগুলোকে ইসরায়েলের আশকেলন বন্দরে নোঙ্গর করতে ও সেখানে তাদের পণ্য খালাস করার আহ্বান জানিয়েছে। ২০০৭ সাল থেকে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল ওই অঞ্চলের ওপর একটি কঠোর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ...