সোমবার (২২ সেপ্টেম্বর) নগরের জামালখানে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন। মেয়র বলেন, ময়লা পরিষ্কারের মতো যে যন্ত্রপাতি থাকার কথা সেগুলো নেই। অনেক যন্ত্রপাতি পুরোনো হয়ে গেছে। প্রায় বছর দুয়েক আগে যে মেয়র ছিলেন উনি দিয়েছিলেন ৪০০ কোটি টাকার প্রকল্প। দুই বছর ধরে সেই প্রকল্পের কিছুই হয়নি। ফাইনালি আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলাম এবং বললাম, ৪০০ কোটি টাকার প্রকল্পের এ যন্ত্রপাতি যদি আমি আনতে না পারি তাহলে ৫৭টি খাল ও ৩ হাজার কিলোমিটার নালার কিছুই করতে পারবো না। যে যন্ত্রপাতি আছে সেগুলো মেরামত করতে সময় ও টাকা লাগছে। আমি বলেছি, আমি লোন নেব না। মানুষকে সেবা দেওয়ার জন্য এ টাকা দিতে হবে। আমি বর্জ্য থেকে বিদ্যুৎ...