জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসন ভাতা চালুর দাবিতে আগামী অক্টোবরের মধ্যেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ দাবিকে সামনে রেখে সংগঠনটি মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শাখা ছাত্রদলের নেতারা। সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন ভাতা। প্রশাসনের দেওয়া রোডম্যাপে অনেক অস্পষ্টতা রয়েছে। আমরা চাই, চলতি বছরের অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এই ভাতা পৌঁছে দেওয়া হোক। এটি কোনো আবদার নয়, শিক্ষার্থীদের অধিকার।” তিনি আরো বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে ফ্যাসিস্টদের বিচার করেছে, সেখানে জবি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। পাশাপাশি তিনি দাবি করেন, আবাসন ভাতা বাস্তবায়নের ক্ষেত্রে জকসু নির্বাচনের আগে শিক্ষার্থীদের প্রতি প্রশাসনকে আরো স্পষ্ট অবস্থান নিতে হবে।” শাখা...