২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভারত-পাকিস্তানের ম্যাচে ক্রিকেটীয় উত্তেজনার রসদ খুব বেশি আর দেখা যায় না বেশ কবছর ধরেই। সামগ্রিক ফলাফলে যেমন, তেমনি পরিসংখ্যানের নানা গভীরেও দাপট ভারতের। এবারের এশিয়া কাপেও ফুটে উঠল তা। গ্রুপ পর্বের পর সুপার ফোর পর্বের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সামনে পাত্তা পেল না পাকিস্তান। গতপরশু রাতে দুবাইয়ে ৬ উইকেটের জয়ের পথে বেশ কিছু রেকর্ডও গড়েছে ভারত। পাকিস্তানের অর্জন হাতছাড়াদুবাইয়ে ২০ ওভারে ১৭১ রান তোলে পাকিস্তান। এই সংস্করণে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে তাদের সর্বোচ্চ এটি। সেই রান তাড়ায় জিতে ভারতও ছড়িয়ে যায় নিজেদের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সবচেয়ে বেশি রান তাড়ার নজির এটি। আগের সর্বোচ্চ ১৬০ রান তাড়ায় জয় ছিল ২০২২ বিশ্বকাপে মেলবোর্নে সেই রুদ্ধশ্বাস জয়, যেখানে ভিরাট কোহলি খেলেছিলেন...