২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগের দিন শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়েই সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। তবে তারা অপেক্ষায় ছিল সেমির প্রতিপক্ষের জন্য। একদিন পরেই লাল-সবুজরা সেমির প্রতিপক্ষ হিসেবে পেল পাকিস্তানকে। গতকাল কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ম্যাচের পরই টুর্নামেন্টে সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়েছে। এখন ২৫ সেপ্টেম্বর বিকালে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। একদিনের বিরতির পর টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর। কাল ‘বি’ গ্রুপের সেরা হওয়ার ম্যাচে দু’বার পিছিয়ে দুইবারই সমতায় ফেরে পাকিস্তান (২-২)। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের...