২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আজ সোমবার, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা হলরুম আসন্ন শারদীয়া দুর্গা উৎসব যথাযথা পালন লক্ষ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, এ উপজেলায় শারদীয় দুর্গাপূজায় সৌহার্দ্য সম্প্রতি বজায় রাখার আহ্বান জানিয়ে আলোচনা সভা, পূজা মন্ডবে অনুদান প্রদান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, ওসি মমতাজুল হক, আনছার ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, বিজিবি বিরামপুর ক্যাম্প কমান্ডার আজগর আলী, উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জামায়াতের উপজেলা আমীর...