গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের স্থল হামলা জোরদার হওয়ায় এবং টানা বোমাবর্ষণের কারণে গাজা সিটির দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের ট্যাংক নগরীর আরও ভেতরে অগ্রসর হওয়ার মধ্যে এ খবর এল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আল-রান্তিসি শিশু হাসপাতাল কয়েক দিন আগে ইসরায়েলের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, কাছের একটি চক্ষু হাসপাতালের আশপাশে ইসরায়েলের হামলার কারণে সেখানকার সেবাও বন্ধ হয়ে গেছে। মন্ত্রণালয়ের অভিযোগ, “দখলদার বাহিনী (ইসরায়েল) পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যখাতকে লক্ষ্যে পরিণত করছে, যা গণহত্যামূলক নীতিরই অংশ।” আরও বলা হয়, “কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের নিরাপদ প্রবেশপথ নেই; ফলে রোগী ও আহতদের সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না।” ইসরায়েল হামলার খবর সম্পর্কে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি...