যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত ১ লাখ ডলারের নতুন ভিসা ফি নিয়ে যখন আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে, তখন চীন এর ফায়দা তুলতে মেধাবী বিদেশিদের জন্য নতুন ভিসানীতি কার্যকর করতে চলেছে। বিদেশি মেধা টানতে সচেষ্ট হচ্ছে যুক্তরাজ্যও। মেধাবীদের জন্য ভিসা ফি তুলে দেওয়ার কথা ভাবছে তারা। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানিয়েছে, চীন আগামী ১ অক্টোবর থেকেই নতুন ‘কে ভিসা’ কার্যকর করতে চলেছে। বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে প্রতিভাবানদের যুক্তরাষ্ট্র নয়, বরং বেইজিংয়ে স্বাগত জানাতে চাইছে শি জিনপিং সরকার। চীনের ‘কে ভিসা’ যোগ্য তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাজীবীদের জন্যও উন্মুক্ত থাকবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থান সংক্রান্ত প্রশাসনিক বিধি সংশোধনের সিদ্ধান্তে সইও করে ফেলেছেন। চীনের কে ভিসার জন্য আবেদন জানানোর নিয়ম অনেকটা যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার মতো। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিতে...