সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াতে ইসলামী শিকড়হীনভাবে রাজনীতি করছে, যেন একটি পরগাছা।তিনি মন্তব্য করেন, রাজনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন মাটি, আদর্শ ও জনগণের সঙ্গে দৃঢ় শিকড়ের সংযোগ। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতে ইসলামী কি আদৌ সেই শিকড় গড়তে পেরেছে? নাকি বরাবরই অন্য গাছের গায়ে ভর করে, সময় ও শরিক বদলে টিকে থাকার চেষ্টা করেছে?সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গোলাম মাওলা রনি এসব কথা বলেন।গোলাম মাওলা রনি জামায়াতকে তুলনা করেছেন পরগাছার সঙ্গে—যে গাছ নিজের শক্তিতে দাঁড়াতে পারে না, মাটির সংস্পর্শ পায় না বরং অন্য গাছ বা ভবনের গায়ে ভর করেই টিকে থাকে।তার মতে, জামায়াতের রাজনীতি কখনোই নিজস্ব ভিত্তিতে দাঁড়ায়নি। তারা কখনো বিএনপির ছায়ায়, কখনো অন্য কোনো ইসলামী দলের পাশে, আবার কখনো কোনো গোপন শক্তির আশ্রয়ে নিজেদের অস্তিত্ব...