খুলনায় গত রবিবার বাস্তুহারা কলোনির (মুক্তিযোদ্ধা কলোনি) অবৈধ দখলদারদের উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে কলোনিবাসীর সংঘর্ষের ঘটনায় খালিশপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে খুলনা গৃহায়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আল মুজাহিদী মো. মাহসুদুল হক বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অন্য মামলাটি করেন খালিশপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) কোটাল আজাদ। এ মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, খুলনা গৃহায়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আল মুজাহিদী মো. মাহসুদুল হক মামলার এজাহারে উল্লেখ করেন, উচ্ছেদ অভিযানে যাওয়ার পর সংঘবদ্ধভাবে দখলদাররা গু-া বাহিনী নিয়ে সরকারি কাজে বাধা প্রদান বুলডোজার ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে...