নিজেদের বিমানবহরে যুক্ত করার ৬০ বছর পর সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত মিগ-২১ যুদ্ধবিমানকে অবসরে পাঠাচ্ছে ভারত। ভারতের গণমাধ্যমের খবর, আগামী ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ের বিমানঘাঁটিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধবিমানগুলোকে অবসরে পাঠানো হবে। ১৯৬৩ সালে প্রথমবারের মতো ভারতের বিমানবহরে যুক্ত হয় মিগ-২১; যা ছিল ভারতের প্রথম শব্দের চেয়েও দ্রুতগতিতে চলতে সক্ষম ‘সুপারসনিক যুদ্ধবিমান’। সম্প্রতি এক প্রতীকী মিশনে শেষবারের মতো একটি মিগ-২১ আকাশে উড়েছে। রাজস্থানের বিকেনারের কাছাকাছি জায়গায় অবস্থিত নাল বিমানঘাঁটি থেকে ওই ফ্লাইট পরিচালনা করেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এ পি সিং। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও বিশেষ ভূমিকা রাখে ওই যুদ্ধবিমান। ভারত নিজস্ব যুদ্ধবিমান ‘তেজস’কে সামনে আনছে। মিগ-২১ এর আদলেই নির্মাণ করা হয়েছে তেজস। স্থানীয়ভাবে উৎপাদিত এই যুদ্ধবিমানগুলো মিগ-২১ এর স্থলাভিষিক্ত হবে। এ পি সিং বলেন, মিগ-২১ এর বিকল্প...