রাজধানী ঢাকায় গতকাল সোমবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন একপ্রকার স্থবির হয়ে পড়েছে। কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে হাজারীবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর ও মোহাম্মদপুরসহ অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে যায়। সড়কজুড়ে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়, নগরবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। সকালে অফিসগামীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। অনেক জায়গায় বাস, সিএনজি এমনকি রিকশাও চলেনি। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। পুরান ঢাকার সুরিটোলা থেকে গুলিস্তানগামী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সুমন হোসেন বলেন, ‘সকাল ৮টায় বের হয়েছি, ৯টা পর্যন্ত কোনো গাড়ি পাইনি। হাঁটুপানি ভেঙে জুতা হাতে নিয়ে হেঁটেই অফিসে পৌঁছাতে হয়েছে।’ ধানমন্ডি থেকে মতিঝিলগামী ব্যাংক কর্মকর্তা রাসেল আহমেদ জানান, প্রতিদিন একটি মাত্র বাসে যাতায়াত করেন। কিন্তু আজ বাস না পেয়ে সিএনজি নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “বৃষ্টিতে...