ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতাদের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করবে এবং সঠিক শর্তে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে সোমবার জানিয়েছে সিঙ্গাপুর।পশ্চিমা ও অন্যান্য দেশ ক্রমবর্ধমানভাবে বসতি স্থাপনকারী গোষ্ঠী এবং কিছু ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, যাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে, একটি স্বাধীন স্বদেশের জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে বিশ্বব্যাপী ক্রমেই বেশি স্বীকৃতি দেওয়া হচ্ছে।সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম তীর ও গাজা অঞ্চল দখল করার কথা বলা ইসরায়েলি রাজনীতিবিদদের সমালোচনা করেন।তিনি বলেন, ‘আমরা ইসরায়েলি সরকারকে বসতি নির্মাণ ও সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানাই।’ তিনি উল্লেখ করেন, তথাকথিত ই১ বসতি প্রকল্প পশ্চিম তীরকে টুকরো টুকরো করে ফেলছে।তিনি আরো বলেন, ‘আমরা চলমান সেসব প্রচেষ্টার বিরোধিতা করি যা স্থলভাগে নতুন বাস্তবতা তৈরি করছে এবং দুই...