গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। যুগ যুগ ধরে চলে আসা দ্বৈরথ এখন যেন এক পেশে হয়ে গেছে। ভারতের বিপক্ষে ব্যাপক ভরাডুবি পাকিস্তানের। গ্রুপ পর্ব বা সুপার ফোর, কোনো ম্যাচেই শক্ত প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। প্রথমে ব্যাট করে এবারেরএশিয়া কাপআসরে নিজেদের সর্বোচ্চ ১৭১ রান করে পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভারত। শ্রীলংকার বিপক্ষে জয় পেলেও নেট রানরেটে ভারতের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। টাইগারদের +০.১২১ নেট রানরেটের বিপরীতে ভারতের নেট রানরেট +০.৬৮৯। দুইদলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে বেশ এগিয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। সুপার ফোরের পরের ম্যাচে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা, পরদিন বুধবার (২৪ সেপ্টেম্বর) টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান।...