চট্টগ্রামে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ইসমত জাহানের আদালত পাঁচলাইশ থানার ১৭ বছর আগে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় এই রায় দেন। দণ্ডিত ওই যুবক হলো- মো.কাউছার (৩৭), সে লক্ষ্মীপুর জেলার সদর থানার ইদিলপুর গ্রামের সফিউল্ল্যাহ-এর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকার ফরেস্ট গেইট রেলক্রসিং রোড থেকে মো. কাউছারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মো. কাউছার থেকে দেশীয় তৈরি সচল রিভলবার ও ৫টি গুলি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তার মো. আবদুর রহমানের কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা ধারালো ছুরি ও হাবিবুর রহমান লেদুর কাছ থেকে ২৬ ইঞ্চি লম্বা একটি রামদা উদ্ধার করা...