রাজধানীর অভিজাত এলাকা গুলশান ১-এর তামান্না ফার্মেসিতে গোপনে বিক্রি হচ্ছিল বিদেশ থেকে অবৈধভাবে আনা যৌন উত্তেজক ওষুধ, প্রসাধনী ও শিশুখাদ্য। পণ্যের গায়ে নেই কোনো আমদানিকারকের তথ্য, নেই প্রয়োজনীয় অনুমোদনও।এমন ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে।সোমবার (২২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার পরিচালিত এই অভিযানে ফার্মেসিটির প্রতিটি ড্রয়ার ও কেবিনেট ঘেঁটে উদ্ধার করা হয় ২০টিরও বেশি ধরনের যৌন উত্তেজক ওষুধ, যেগুলো বিদেশ থেকে চোরাই পথে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে অধিদপ্তর।উদ্ধার করা পণ্যের মধ্যে শিশুদের জন্য প্রক্রিয়াজাত দুধ ও বিদেশি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনীও রয়েছে, যেগুলো ট্রলি ব্যাগে করে আনা হয়েছে নিয়মবহির্ভূতভাবে।অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস ও ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।এই অপরাধে তামান্না ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা...