২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের নিয়ে আয়োজন হতে যাচ্ছে। নির্বাচনি আইন সংস্কারে পোস্টাল ব্যালটে ভোটের প্রস্তাব সরকারকে পাঠিয়েছে এবং প্রবাসে প্রচারও শুরু হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে একধাপ এগিয়ে পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)গতকাল সোমবার অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রক্রিয়ার নমুনা প্রকাশ করে ইসি। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কীভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা কীভাবে রেজিস্ট্রেশন করবেন-তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা এপ্রোভালের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকেলের মধ্যে অনুমোদন পেয়ে যাবো বলে আশা করছি।ইসি থেকে...