২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিলো বার্সেলোনা। ঘরের মাঠে দাপুটে জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনল হ্যান্সি ফ্লিকের দল। রোববার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে ৩-০ গোলে হারিয়েছে শিরোপাধারীরা। ঘরের মাঠে ইনজুরি আক্রান্ত লামিনে ইয়ামালকে ছাড়া টানা তৃতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে গেতাফেকে চেপে ধরে। ১৫ মিনিটেই গোরের খাতা খোলে বার্সেলোনা। রাফিনহার পা হয়ে ডি বক্সে ওলমোর পাসে দারুন শটে বল জালে পাঠান তোরেস। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও গতির কাছে পরাস্ত হন। ২৮ মিনিটে একটি সুযোগ পান রবার্তো লেভানডস্কি। তবে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। ৩৪ মিনিটে দারুণ গোলে ব্যবধান...