নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ল চার কেজি ওজনের এক বিরল ‘রানি ইলিশ’। স্থানীয় বাজারে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইলিশটি জেলে মো. নুর উল্লাহর জালে ধরা পড়ে। এ ঘটনা জানাজানি হতেই বাজারে ভিড় করেন শত শত মানুষ। কেউ ছবি তোলেন, কেউ কৌতূহলী দৃষ্টিতে বড় আকারের এ ইলিশ এক নজর দেখার চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অভিজ্ঞ জেলে মো. নুর উল্লাহ প্রতিদিনের মতো সোমবার ভোরে মেঘনা নদীর চরে জাল ফেলেন। দুপুরের দিকে ভাটা নামলে জাল টেনে তুলতে গিয়ে তিনি অবাক হন। সাধারণত তার জালে পোয়া, রূপচাঁদা বা মাঝারি আকারের কিছু সামুদ্রিক মাছ ধরা পড়ে। কিন্তু সোমবার জালে উঠে আসে চার কেজি ওজনের রানি ইলিশ। ভালো দামের আশায় তিনি দ্রুত মাছটি চেয়ারম্যান...