২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় অভিনেতা ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানো হয়েছে।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।এর আগে, গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। ওই দিন তার উপস্থিতিতে শুনানির জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) তারিখ ধার্য করা হয়। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।এ সময় আসাদুজ্জামান নূরের পক্ষে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন।আদালত এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামী ১২ অক্টোবর জামিন শুনানির দিন ধার্য করেন।প্রসিকিউশন বিভাগের উপসহকারী পরিচালক ফয়েজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান...