এক দিন না যেতেই নতুন করে আরেক দফা স্বর্ণের দাম ভরিতে ১,৮৮৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায়। বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। নতুন দামে ভরিপ্রতি বেড়েছে ১,৮৮৯ টাকা। ২২ ক্যারেট: ১,৯১,১৯৬ টাকা২১ ক্যারেট: ১,৮২,৪৯৫ টাকা১৮ ক্যারেট: ১,৫৬,৪২৬ টাকাসনাতন পদ্ধতি: ১,২৯,৭৯৭ টাকা অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা...