জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের (৫৪তম ব্যাচ) শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। গতকাল রোববার নবীনবরণের প্রথম দিনেই এ ধরনের মানসিক নির্যাতনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান তাদের অভিযোগ অনুযায়ী, নবীনবরণ শেষে বিভাগীয় ক্লাসরুমে পরিচিত হওয়ার নামে ৫৩তম ব্যাচের প্রায় ১৮-২০ জন এবং ৫২তম ব্যাচের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী নবীনদের টানা আড়াই ঘণ্টা আটকে রেখে ভয়-ভীতি দেখায় ও অকথ্য গালিগালাজ করেন। এ সময় কয়েকজন ছাত্রী কান্নায় ভেঙ্গে পড়েন। ছাত্ররাও আতঙ্কিত হন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, সিনিয়ররা প্রথমে তাদের একটি কক্ষে ডেকে নিয়ে যায়। এসময় ৫৩তম ব্যাচের তানজিম হোসেন, মাহাথির, আজমাইন, শুভ্র আচার্য, সামিউর রহমান সামি, রমজান, সালেহ আহমদ অনিক, রুয়াম নিয়াজ, তানভীর হোসেন, আমিনুলসহ কয়েকজন এবং ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা...