ঢাকার মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। দুই ট্রেনের মাঝের সময়ও কমিয়ে আনা হচ্ছে দুই মিনিট। আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন এই সময়সূচি মেনে মেট্রোরেল চলবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমপিসিএল) জানিয়েছে। যাত্রীদের চাহিদা মেটাতে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে। এখন উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। নতুন সূচিতে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে; আর শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। সব মিলিয়ে সকালে আধা ঘণ্টা এবং রাতে আধা ঘণ্টা বেশি সময় যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের ব্যবধানও কমানো হচ্ছে।...