২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পিএম ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক ৬ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। প্রথম দফায় বিকেল ৩টা ১০ মিনিটে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সুন্দর ক্যাম্প থেকে জানানো হয়, অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় একজন পুরুষ ও একজন নারীকে আটক করেছে তারা। পরে বিজিবির সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৩১-আর এর শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। অন্যদিকে একই দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে একই ক্যাম্প থেকে আরও চারজন বাংলাদেশিকে (২ নারী ও ২ শিশু) আটক করার কথা জানায় বিএসএফ। এরপর যাচাই–বাছাই শেষে বিকেল ৫টা ৩৫ মিনিটে...