২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম উচ্চঋণের খরচ, ক্রমহ্রাসমান চাকরির সুযোগ এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা অনেক মার্কিন পরিবারে ‘অর্থনৈতিক স্থবিরতার অনুভূতি’ তৈরি করেছে। ওয়াশিংটন পোস্টে গতকাল (রোববার) প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলা হয়েছে। নিবন্ধে লেখা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর চাকরির নিয়োগ উল্লেখযোগ্যভাবে স্থবির হয়েছে, বিগত ৩ মাসে নতুন কর্মসংস্থান গত বছরের একই সময়ের প্রায় এক-তৃতীয়াংশ। নতুন বাসায় বা নতুন শহরে যুক্তরাষ্ট্রে মানুষের অভিবাসনের হার অনেক হ্রাস পেয়েছে। অনেকে আশঙ্কাও করছেন যে, অতিরিক্ত শুল্ক আরোপ ও কঠোর অভিবাসন নীতি মুদ্রাস্ফীতিকে পুনরুজ্জীবিত করতে পারে এবং আরও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে পারে। ১৭ তারিখে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ফলে শেয়ার বাজার চাঙ্গা হতে পারে, কিন্তু অর্থনীতিবিদরা মনে...