প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন রাগাসা’ দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে ফিলিপাইন ও তাইওয়ানের কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।ফিলিপাইনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে টাইফুনটি আঘাত হানতে পারে। ঝড়টি বর্তমানে দ্রুত বিস্তার লাভ করছে বলেও উল্লেখ করেছে তারা। ফিলিপাইনে এ ঘূর্ণিঝড়কে ‘নান্দো’ বলা হচ্ছে, আর আন্তর্জাতিকভাবে এর নাম ‘রাগাসা’।রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় টাইফুনটির কেন্দ্রীয় অংশে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, আর দমকা হাওয়ার বেগ পৌঁছায় ঘণ্টায় ২৩০ কিলোমিটারেরও বেশি।ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে দেরি না করে অবিলম্বে সরিয়ে নিতে হবে।এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চলের হাউলিয়েন থেকে অন্তত ৩০০ মানুষকে সরিয়ে...