২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম সোমবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় অর্ধ কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে ভারতীয় বিএসএফ। এর প্রতিবাদ জানাই বাংলাদেশ বর্ডার গার্ড( বিজিবি) এ বিষয়ে দু দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফ্টেন্ট কর্নেল আরিফুল দৌলা। সূত্র প্রকাশ, রবিবার ২১ (সেপ্টেম্বর) বিরামপুর উপজেলার কাটলা খিয়ার মাহমুদপুর সীমান্তে বিএসএফ সীমান্ত পিলারের ১০ গজ দূরে বেড়া নির্মাণ করে। বাঁশের বেড়া দিয়ে সীমান্ত এলাকাটি ঘিরে রাখে। গভীর রাতে, বিনা উস্কানিতে ভারতীয় বিএসএফ খিয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১ই মেইন পিলার ২৯ নং সাব পিলার এলাকায় সীমান্তের ১০ গজ দুরে...