বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কুমিল্লা জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। মানববন্ধনে কয়েকশ কুমিল্লাবাসী অংশগ্রহণ করেন। যৌথভাবে সমাবেশের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা, কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কুমিল্লা তো বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে...