পাবনার সাঁথিয়ায় দুর্নীতিবাজ কর্মচারীর পক্ষ নিয়ে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা করেছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে দুর্নীতিবাজ পরিছন্নতাকর্মী তারেকের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। তারা উপজেলা ভূমি অফিসের ভেতরে ঢুকলে সেখানেও মারধর করা হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী সোহেল আহত হন। জানা যায়, উপজেলার নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসের পরিছন্নতাকর্মী (ঝাড়ুদার) তারেকের বিরুদ্ধে বিভিন্ন অফিসে দুর্নীতির লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। সোমবার অভিযোগের শুনানি ছিল উপজেলা ভূমি অফিসে। এলাকাবাসী উপজেলা ভূমি অফিসের সামনে দুর্নীতিবাজ পরিছন্নতাকর্মীর বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই পরিছন্নতাকর্মী তারেক, নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম তাদের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে মানববন্ধনকারী সোহেল রানা আত্মরক্ষার জন্য উপজেলা...