ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এ সমালোচনা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নাম উল্লেখ না করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ‘চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। যারা শেখ হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। শেখ হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (দলটির আগের নাম), এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান।’ তিনি আরও বলেন, ‘তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, বিগত ১৭ বছর তারা কোথায় ছিল? তখন তো আমরা পাখা মার্কা পাইনি।’ এ সময় জামায়াতের...