কুড়িগ্রামের রৌমারীতে এক চালকল মালিকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে। এই মামলায় অভিযুক্ত খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে তদন্ত করছে চার সদস্যের একটি কমিটি। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে তদন্ত কমিটি রৌমারী খাদ্যগুদামে তদন্ত কার্যক্রম শুরু করে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটির সদস্যরা হলেন- জেলা সদর খাদ্যগুদামের টিসিএফ হালিমুর রহমান পলাশ, টিআই জবেদ আলী, চিলমারী উপজেলা খাদ্যগুদামের টিসিএফ এনামুল হক ও নাগেশ্বরী উপজেলা খাদ্যগুদামের টিসিএফ কায়সার আহমেদ মামলার বিবরণে বলা হয়েছে, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ চালকল মালিক নাসির উদ্দিন লাল মিয়ার বরাদ্দকৃত চালের মূল্য বাবদ চার লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ১০.০২০ মেট্রিক টন চালের এই সরকারি মূল্য নাসির উদ্দিন লালের ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে প্রতারণার...