চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, এর মধ্যে তিনজন পুরুষ এবং ২১ জন নারী প্রার্থী রয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত চাকসু এবং হল ও হোস্টেল সংসদের প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে বিষয়টি জানা গেছে।আরো পড়ুন:চাকসু নির্বাচন: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশডাকসু নির্বাচনে ১১ অনিয়মের অভিযোগ ছাত্রদলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ছেলেদের একমাত্র শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে, মেয়েদের বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। নওয়াব ফয়জুন্নেসা হলে সহ-সভাপতি (ভিপি) পদে পারমিতা চাকমা; খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা; সাহিত্য, সংস্কৃতি ও...