আবারও ভারতের দাপটের সামনে অসহায় পাকিস্তান। গতকাল রোববার দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ উইকেটে হেরেছে দলটি। এমন পরাজয়ের পর হতাশা চেপে রাখতে পারলেন না কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। পোস্ট-ম্যাচ শোতে খোলাখুলিই বলেন আকরাম, ‘আমি মনের কথা বলব, পাকিস্তানকে দেখা কঠিন হয়ে যাচ্ছে। হার-জিতটা খেলার অংশ, কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিকেই আমাদের ছাপিয়ে যাচ্ছে। এক-দু’বার হয়তো জিতেছি, কিন্তু ভারতের গভীরতা, প্রতিভা, সবকিছুই অসাধারণ। ১০ ওভারে ৯১ রান করার পরও যদি ২০০-তে পৌঁছানো না যায়, তাহলে বলার কিছু নেই।’ প্রথম ১০ ওভারে সাহিবজাদা ফারহান ও ফখর জামান যোগ করেন ৯১ রান। ফখর আউট হন বিতর্কিত থার্ড-আম্পায়ার কলে, আর ফারহান তুলে নেন অর্ধশতক। কিন্তু এরপর থেকে ছন্দ হারিয়ে পাকিস্তান থেমে যায় ১৭১ রানে। ১৯তম ওভারে মোহাম্মদ নওয়াজের...