গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারে আবু বক্কর সিদ্দিক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজন অভিযোগ করে বলেন, মৃত্যুর পর তাকে হাতকড়া পরানো অবস্থাতেই ময়নাতদন্ত ঘরে ফেলে রাখা হয়েছিল। রোববার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাইবান্ধা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানায়, মারা যাওয়া কয়েদি আবু বক্কর সিদ্দিকের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়া পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আবু বক্কর সিদ্দিকের ভাতিজা সিফাত অভিযোগ করে বলেন, গতকাল রাতে তিনি অসুস্থ হলেও তার মৃত্যুর খবর আমরা জানতে পারি আজ সকাল দশটার দিকে। এই...