উত্তরের জেলা নওগাঁর রাণীনগর উপজেলায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী রক্তদহ বিল পাখি ও পল্লী দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে। অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চলটি শুধু নওগাঁ নয়, সারাদেশের ভ্রমণপিপাসুদের নজর কাড়ছে। নওগাঁ সদর থেকে অদূরেই অবস্থিত রাণীনগর উপজেলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পর্যটন সম্ভাবনাময় এক নতুন ক্ষেত্র। ইতিহাস, প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে রক্তদহ বিল এলাকায়। বিলের বুকে নির্মিত হয়েছে ঝুলন্ত সেতু, বসানো হয়েছে পাখিবান্ধব বৃক্ষ। আর এই বিলে অবস্থিত ‘কোছমুড়ি দরগাহ’ বছরের পর বছর বন্যার পানিতেও অক্ষত থাকে যা এলাকাবাসী ও পর্যটকদের কাছে এক রহস্যজনক আকর্ষণ। রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার মধ্যবর্তী এই রক্তদহ বিলের নামকরণ ইতিহাসভিত্তিক। ব্রিটিশ আমলে এখানে ব্রিটিশ বাহিনী ও ফকির মজনু শাহের অনুসারীদের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের...