একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই মধ্যে তারা সেই চিঠি প্রস্তুতও করে ফেলেছে। মার্কিন প্রশাসনের একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। চিঠিতে হামাস কী প্রস্তাব দিতে চায়, সেটিও উল্লেখ করেছে ফক্স নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, গাজায় দুই মাসের জন্য যুদ্ধবিরতি চাইছে তারা। বিনিময়ে তাদের কাছে বন্দী জিম্মিদের অর্ধেককে ছেড়ে দেওয়া হবে। এই চিঠি চলতি সপ্তাহেই ট্রাম্পের কাছে পাঠাতে পারে হামাস। তবে এই চিঠির সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তার বরাতে তথ্যটি সত্য বলে দাবি করেছে ফক্স নিউজ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, কাতার এই চিঠি প্রস্তুত করেছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, এতে এখন হামাস নেতাদের স্বাক্ষর লাগবে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা...