স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা ১৯৭১ সালে সর্বপ্রথম প্রণয়ন করা হয়। গত পাঁচ দশকে এলডিসি থেকে উত্তরণ হয়েছে সবমিলিয়ে মাত্র আটটি দেশের। উত্তরণের জন্য অপেক্ষায় রয়েছে আরো তিনটি দেশ। এ তালিকায় রয়েছে বাংলাদেশও; আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তবে আগামী বছর স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য দেশের বেসরকারি খাত প্রস্তুত নয়। শিল্পের বহুবিধ সংকটের মধ্যে এলডিসি থেকে উত্তরণ আত্মঘাতী হবে বলে মনে করেন রপ্তানিমুখী ব্যবসায়ীরা। কারণ, উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধাসহ রপ্তানি বাণিজ্যে অগ্রাধিকার হারাতে হবে। এমন পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা বাড়াতে আরো তিন থেকে পাঁচ বছর সময় চেয়েছেন তারা। ব্যবসায়ীদের সমস্যা বিবেচনায় নিয়ে উত্তরণ আরো তিন বছর পেছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ...