জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই সফর ঘিরে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকরা। এর আগে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে ‘আওয়ামী লীগের যে কোনো নেতিবাচক কর্মসূচি রুখে দেয়ার’ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার এই সফর সামনে রেখে নিউইয়র্ক সময় গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো...