ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে এখন বসবাস করছেন প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে এ ভূখণ্ডকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের কেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখা হয়েছে, যা গাজার সঙ্গে মিলিয়ে দুই রাষ্ট্র সমাধানের ভিত্তি গড়তে পারে। কিন্তু কয়েক দশক ধরে বসতি সম্প্রসারণ, নতুন সড়ক নির্মাণ, সামরিক ঘাঁটি ও নিয়মিত সহিংসতার কারণে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে। আন্তর্জাতিক মহলের অধিকাংশ দেশ এখনও দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করলেও বাস্তবে পশ্চিম তীরের ভূরাজনীতি অন্যদিকে এগোচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে বসতি গড়ে তোলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি স্থায়ীভাবে সেখানে বসবাস শুরু করেছেন। এসব বসতি শুধু সংখ্যা নয়, আয়তনেও ক্রমেই বেড়েছে। বর্তমান ইসরায়েলি জোট...