গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। চলতি বছরের শুরুতেই নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু নানা বিতর্কের কারণে সভাপতির পদ থেকে সাবেক এই ক্রিকেটারকে সরিয়ে দেওয়া হয়। তবে আসন্ন বিসিবি নির্বাচনে লড়াই করার মনোভাব থেকে সরে যাননি তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন কিনেছেন ফারুক আহমেদ। এবার ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। ক্যাটাগরি ২ এ লড়াইয়ের লক্ষ্যই তিনি নোনয়ন জমা দেয়ার শেষদিন তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়ন কিনেছেন। এদিকে নতুন তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। মনোনয়ন বিতরণ ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর। এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার...