প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) ভোটিংয়ের জন্য নিবন্ধন ও ভোটদানের প্রক্রিয়া প্রকাশ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে এ প্রক্রিয়ার নমুনা প্রকাশ করা হয়। এতে দুটি বিষয় তুলে ধরা হয়েছে ‘পোস্টাল ভোটিংয়ের (আইটি সাপোর্টেড) তালিকাভুক্তি প্রক্রিয়া’ এবং ‘পোস্টাল ভোটিংয়ের (আইটি সাপোর্টেড) ভোটদান প্রক্রিয়া’। ইসি জানিয়েছে, অনলাইনের মাধ্যমে প্রবাসীরা সহজ ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। পোস্টাল ভোটিং নিবন্ধনের জন্য মোট ১১টি ধাপ রয়েছে। প্রথমে Postal Vote BD ইউ অ্যাপ চালু করতে হবে। পরে দেশ নির্বাচন (বাংলাদেশ ছাড়া) করতে হবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইনপুট দিয়ে নম্বর যাচাই করতে হবে। এরপর ভোটারের ছবি তুলতে হবে এবং লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয়...