থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত 'এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫' পেয়েছেন নাট্যদল বাতিঘরের দলপ্রধান, অভিনেতা ও নাট্যনির্দেশক সঞ্জয় সরকার মুক্তনীল। সোমবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক দেওয়া হয়। এস এম সোলায়মানের লেখা ও সুর করা 'মায়ার সাগর' এবং 'ও আমার এক জনমের জীবন রে' গান দুটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। থিয়েটার আর্ট ইউনিটের কথা পাঠ করেন হাসনাত প্রদীপ এবং এস এম সোলায়মানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন লেমন। পরে মুক্তনীলের হাতে প্রণোদনার অর্থমূল্যের চেক ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল 'পরিবর্তনের স্বপ্নে মঞ্চকর্মীর দায় ও বাস্তবতা এবং টিকে থাকার দায়' বিষয়ক আলোচনা। এতে অংশগ্রহণ করেন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। সভাপতিত্ব করেন থিয়েটার আর্ট...