চট্টগ্রাম নগরীতে নকশাবহির্ভূত পাঁচটি ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ সময় ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর বাকলিয়া থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযানে সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজসহ ইমারত পরিদর্শকরা অংশ নেন। সিডিএ কর্মকর্তা কাজী কাদের নেওয়াজ বলেন, ‘নগরীতে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চলছে। আজ নকশা বহিভূত পাঁচটি ভবন চিহ্নিত করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় ভবন মালিকদের ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি...