গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অপেক্ষায় ছিল সেমি-ফাইনালের প্রতিপক্ষ জানার। গতবারের মতো এবারও সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানকেই প্রতিপক্ষ পেয়েছে দল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সোমবার ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয় পাকিস্তান। আগের দিনই টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ। নেপালকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও হারায় একই ব্যবধানে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ১৭ বছর বয়স ক্যাটাগরিতে কখনও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ গত বছর ভারতের বিপক্ষে ফাইনালে ২-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের। পাকিস্তান এই বয়স ক্যাটাগরিতে কখনও ফাইনালই খেলতে পারেনি।...