বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কাউন্সিলরের নতুন তালিকা চেয়ে সভাপতির পাঠানো চিঠি কার্যকরই থাকছে। কেন এই চিঠি অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে হাইকোর্ট যে রুল জারি করেছিল, সেটি স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ওই চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছিল। তবে মাত্র দুই ঘণ্টার মধ্যেই চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। আগামী ৬ অক্টোবরই বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময়সীমা দু’দফা বাড়ানো হয়েছিল। সাবেক খেলোয়াড় ও সংগঠকরা কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্রও জমা দেন। কিন্তু অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ও সংস্থা কাউন্সিলর পাঠায়নি, তাদের আবেদন বাতিল করে নতুন কাউন্সিলর মনোনয়নের জন্য সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। রোববার ওই চিঠি...