বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৮ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে ১৩ জন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ এর সমন্বিত জরিপের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।আরো পড়ুন:চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎরাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি তালিকায় স্থান পাওয়া গবেষকেরা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলি আকবার, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম এইচ মন্ডল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক জাকের হোসাইন ও অধ্যাপক আতোয়ার রহমান। আরো আছেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক...