খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় খালিশপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে; অপরটিতে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই শতাধিক লোককে আসামি করা হয়েছে। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী মামলা দায়েরের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বাস্তুহারা কলোনিতে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে।’’আরো পড়ুন:পাবনায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলিখুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেট, সি ব্লক (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও কলোনির বাসিন্দাদের মধ্যে সংর্ঘষ...