জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে এসব ফিল্টার স্থাপন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া ‘নিরাপদ পানি পান কর্মসূচি’র অংশ হিসেবে এ উদ্যোগ নেয় সংগঠনটি।আরো পড়ুন:চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎরাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। এজন্যই আমরা নিরাপদ পানি কর্মসূচি হাতে নিয়েছি, যা আজ থেকে চালু থাকবে।” শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের দায়িত্ব প্রশাসনের হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। তারা যে দু-একটি ফিল্টার দিয়েছে, তা দিয়ে এত শিক্ষার্থীর...