জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের ১৩ মাসের মাথায় মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। এরআগে গত বছর ২৮ আগস্ট তাকে চুক্তিতে দুই বছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনে কর্মরত এবং সাবেক আমলাদের অনেকে যুগান্তরকে বলেন, কেউ কোনো আবেদন নিয়ে গেলে তিনি অস্থির আচরণ করতেন। অনেক সময় হাত-পা ছুড়ে বিরক্তি প্রকাশ করে কথা বলতেন। তাকে সব সময় অস্থির মনে হতো। এমনকি সিনিয়র ব্যাচের অনেকের সঙ্গেও রুঢ় আচরণ করতেন। সহকর্মী ব্যাচমেটদের কোনো পাত্তাই দিতেন না। তাদের ফোন কল রিসিভ করতেন না। একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, তিনি শুরু থেকেই একটি...